ফুলের বোকে, প্রতীকী ছবি
প্রবল পেটের যন্ত্রণা নিয়ে প্রথমে এক চিকিৎসকের কাছে নিয়ে যান অভিভাবকরা। চিকিৎসক প্যারাসিটামল ও ফলের রস খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু তাতে ব্যথা কমেনি। বরং শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান উদ্বিগ্ন বাবা মা।
সেখানে তার চিকিৎসা শুরু হলেও কিছু সময় পর চিকিৎসকেরা জানান শিশুটিকে বাঁচানো সম্ভব হয়। তার পেটে এক ধরনের পোকা হয়েছে। যা তার প্রাণ কেড়ে নিল।
অভিভাবকরা অগত্যা শোকার্ত হৃদয়ে ৩ বছরের সন্তানকে কোলে করে বাড়ি ফেরেন। শুরু হয় তার দেহের শেষকৃত্যের বন্দোবস্ত। শিশুটিকে একটি কাচের কফিনে রাখা হয়। পরদিন সমাধিস্থ করার আগে শেষবারের জন্য শিশুটিকে দেখতে হাজির হন অনেকে।
সেই সময় একজনের নজরে পড়ে কাচের ওপর বাষ্পের ভাপ। কাচের বদ্ধ কফিনে বাষ্পের ভাপ আসবে কোথা থেকে? গরম হাওয়া এল কোথা থেকে?
তারপরই শিশুটির চোখ সামান্য নড়ে ওঠে। বোঝা যায় সে নিঃশ্বাস নেওয়ায় কাচের ওপর ভাপটা দেখা গিয়েছিল। দ্রুত তাকে কফিন থেকে বার করে ফের হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা বুঝতে পারেন ভুল করে প্রাণ থাকা সত্ত্বেও শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিলেন তাঁরা। ফের তার চিকিৎসা শুরু হয়। কিন্তু ১ ঘণ্টা পর তার মৃত্যু হয়।
এবার অবশ্য সবদিক থেকে নিশ্চিত করা হয় যে শিশুটির সত্যিই দেহে আর প্রাণ নেই। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ভিলা দে রামোস শহরে। যেখানে এই ঘটনায় চিকিৎসকদের চরম গাফিলতি সামনে এসেছে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…