Entertainment

২ অভিনেত্রীকে ছেড়ে নায়ককে অপহরণ করল ডাকাতরা, পরে নাটকীয় মুক্তি

Published by
News Desk

গাড়িতে ২ অভিনেত্রীর সঙ্গে যাচ্ছিলেন নায়ক। না কোনও সিনেমা নয়। ঘোর বাস্তব। ২ নায়িকাই তাঁর বন্ধু। ফলে ৩ জনে গল্প করতে করতে আসছিলেন। এমন সময় তাঁদের পথ আটকায় ডাকাতদল। তারপর গাড়ি থেকে ২ নায়িকাকে নামিয়ে দেয় তারা। কেবল নায়ককে নিয়ে গাড়ি সমেত পালায় তারা। পালানোর সময় এক ফরাসি পর্যটককেও তুলে নেয় গাড়িতে। তাঁকেও অপহরণ করা হয়।

এই ঘটনার কথা দ্রুত ইন্সটাগ্রামে জানিয়ে দেন গাড়ি থেকে নামিয়ে দেওয়া ২ জনপ্রিয় নায়িকা ভানিসা আরিয়াস ও ইসমিরালদা উগাডে। তাঁরা জানান, মেক্সিকোর জনপ্রিয় পর্যটনস্থল নেভাদো দে তোলুকা থেকে মেক্সিকান সিনেমার জনপ্রিয় নায়ক আলেজান্দ্রো সান্দি-কে অপহরণ করেছে ডাকাতরা। তারা সান্দিকে তাঁর গাড়ি সমেত তুলে নিয়ে গেছে।

এই ঘটনার কথা জানতে পেরেই পুলিশ তল্লাশি শুরু করে দেয়। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলে ডাকাতদের ডেরার খোঁজ। সে খোঁজ পেয়েও যায় পুলিশ। তারপর নাটকীয়ভাবে নায়ককে ছাড়িয়ে নিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। ডাকাতদের সব চেষ্টা বিফলে যায়। কিন্তু যেখানে ডাকাতরা সান্দিকে রেখেছিল সেখানে ডাকাতদের কারও খোঁজ পুলিশ পায়নি। তাদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk