অগ্নিদগ্ধ পানশালার বাইরে নিহত ও আহতদের পরিজনেরা, ছবি - আইএএনএস
রাতে পানশালা তখন ভর্তি। অনেকই সুরা পানে ব্যস্ত। সেই সময় আচমকাই ভর্তি পানশালায় কোথা থেকে উড়ে এল একটি মলোটভ ককটেল। সহজ কথায় জ্বলন্ত বোতল বোমা। যা পানশালায় পড়ে ফেটে যায়। ছড়িয়ে পড়ে আগুন। পানশালা চলে যায় আগুনের গ্রাসে। পানশালায় উপস্থিত মানুষজন তখন প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন। অনেকের গায়ে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে পানশালাটি।
ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সমুদ্র শহর কোতজাকোলকোস-এ। এখানেই গত মঙ্গলবার রাতে একটি পানশালা জমে উঠেছিল। ভিড়ে ঠাসা ছিল কাবালো ব্লাঙ্কো টেবিল ডান্সিং পানশালাটি। টেবিল ডান্সিংয়ের বাড়তি আকর্ষণে পানশালাটিতে ভিড় থাকে রাতে। সেখানেই আচমকা মলোটভ ককটেল ছুঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। যে আগুনে ঝলসে মৃত্যু হয় ২৩ জনের। ১৩ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।
পুলিশ ঘটনার পরই পানশালাটি ঘরে ফেলে। তবে কে বা কারা এভাবে এখানে আগুন ধরাল তা পরিস্কার নয়। তা জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে পানশালায় আগুন লেগে ২৩ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু গোটা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২৩ জন মৃতের মধ্যে ৮ জন মহিলা ও ১৫ জন পুরুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা