SciTech

নারী পুরুষ চুম্বন করা শিখল কবে এবং কোথায়, চমকপ্রদ তথ্য দিলেন গবেষকেরা

চুম্বন নিয়ে নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না। কিন্তু নারী পুরুষ একে অপরকে চুম্বন করতে শিখল কবে, কোথায় তা শুরু হয়েছিল, তার হদিশ পেলেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

নারী পুরুষের একে অপরকে চুম্বনের মধ্যে লুকিয়ে থাকে গভীর প্রেম, ভালবাসা এবং অবশ্যই শারীরিক মিলনের স্পর্শ। বর্তমান দুনিয়ায় চুম্বন সম্বন্ধে নতুন করে কাউকে বোঝানোর দরকার পড়ে না। এটা এখন এক স্বাভাবিক বিষয়। কিন্তু প্রাচীনকালেও কি তা ছিল?

এ নিয়ে গবেষণা করতে গিয়ে চুম্বনের আদিযুগ নিয়ে আগের সব ধারনা ভেঙে দিলেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষকেরা জানালেন এতদিন ধারনা ছিল সাড়ে ৩ হাজার বছর আগে নারী পুরুষ চুম্বনে লিপ্ত হতে শুরু করে। কিন্তু নতুন গবেষণা বলছে তারও ১ হাজার বছর আগে শুরু হয়েছিল চুম্বনের অভ্যাস।

সাড়ে ৪ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় নারী পুরুষ একে অপরকে চুমু খেতে শেখে। সেখানে নারী পুরুষের মধ্যে চুম্বনের প্রচলন শুরু হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে যে জনবসতি গড়ে উঠেছিল সেখানে এক ধরনের ছোট ছোট মাটির টুকরোতে ছবি দিয়ে তথ্য লিখে রাখা হত।

তেমন অনেক ট্যাবলেট পাওয়া গিয়েছে যার ওপর নারী পুরুষের চুম্বনের স্থাপত্য স্পষ্ট। ফলে বিজ্ঞানীরা জানাচ্ছেন মধ্য এশিয়াতেই প্রথম চুম্বনের অভ্যাস চালু হয়। তারপর তা ছড়িয়ে পড়ে অন্যত্র।

বিজ্ঞানীরা এতদিন বলে এসেছেন নারী পুরুষ আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে প্রথম চুম্বনে লিপ্ত হয়েছিল। তারা শিখেছিল চুম্বন কীভাবে করতে হয়। যা দক্ষিণ এশিয়ায় প্রচলিত ছিল।

কিন্তু নতুন গবেষণা বলছে মধ্য এশিয়াতেই চুম্বন প্রথম চালু হয়। তারপর তা ছড়ানোর পর আদপে দক্ষিণ এশিয়ার নারী পুরুষ চুমু খেতে শেখেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts