Entertainment

রাজপরিবারের পুত্রবধূকে কাজের প্রস্তাব দিল প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট

Published by
News Desk

তিনি ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ। প্রিন্স হ্যারির স্ত্রী। নীলরক্তের পরিবারের অংশ তিনি। সেই মেগান মার্কল-কে এবার খোলাখুলি চাকরির প্রস্তাব দিল বিশ্বখ্যাত প্রাপ্তবয়স্কদের সাইট। ব্রিটিশ রাজপরিবার অত্যন্ত রক্ষণশীল হিসাবেই পরিচিত। সেই পরিবারের পুত্রবধূকে এমন একটি সাইট থেকে চাকরির প্রস্তাব দেওয়া নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। যদিও সাইটটি খোলাখুলিই মেগান মার্কল-কে এই প্রস্তাব দিয়েছে।

ওয়েবসাইটটির ভাইস প্রেসিডেন্ট মেগানকে চিঠি লিখে জানিয়েছেন তিনি চান মেগান রাজপরিবারের গণ্ডী পার করে তাঁদের সাইটের জন্য কাজ করুন। তিনি আরও জানিয়েছেন, তাঁদের সাইট কিছু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত। সংস্থার সেই দিকটি সামলানো ও তা আরও কীভাবে উন্নত করা যায় তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে কাজ করুন মেগান মার্কল। কেন তাঁকেই এই প্রস্তাব দেওয়া হল তাও পরিস্কার করেছেন বিশ্বখ্যাত সাইটটির ভাইস প্রেসিডেন্ট চার্লি হিউজ।

চার্লি জানিয়েছেন, তাঁরা অনেক সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তারা তাঁদের সংস্থার থেকে কোনও আর্থিক সাহায্য নিতে চায়না। এক্ষেত্রে পুরনো ভাবনা চিন্তা কাজ করে বলে মনে করছেন চার্লি। চার্লি আরও জানিয়েছেন, মেগান যেসব ভাল কাজ করছেন তাতে তিনি এসব পুরনো ভাবনা ভেঙে তাঁদের সংস্থার জনহিতকর পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই তাঁর বিশ্বাস। যদিও রাজপরিবারের তরফে বা প্রিন্স হ্যারির স্ত্রীর তরফে এ নিয়ে কিছু এখনও জানানো হয়নি। প্রসঙ্গত মেগানের এখন একটি ৮ মাসের শিশু রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk