National

প্রয়াত আপ নেত্রী মীরা সান্যাল

Published by
News Desk

নিজের বাসভবনে মারা গেলেন আম আদমি পার্টি নেত্রী মীরা সান্যাল। কিছুটা অকালেই চলে গেলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি আপ-এর ন্যাশনাল একজিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। গত ২ বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গত শুক্রবার রাত ৮টায় তাঁর দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে মৃত্যু হয় মীরা সান্যালের।

মীরা সান্যালের মৃত্যুর খবর পাওয়ার পর ট্যুইট করে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এটা অত্যন্ত দুঃখের খবর। শোক প্রকাশ করার জন্য তাঁর কাছে কোনও ভাষা নেই। শোক প্রকাশ করেছেন আপ-এর অন্যান্য নেতানেত্রী। ২০১৪ সালে আপ-এর টিকিটে দক্ষিণ মুম্বই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনেও লড়েন মীরা সান্যাল। কিন্তু কংগ্রেসের মিলিন্দ দেওয়ার কাছে পরাজিত হন। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড-এর সিইও হিসাবে কাজ করেছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk