Kolkata

রোগী মৃত্যুকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তার-রোগী হাতাহাতি, ব্যাহত পরিষেবা

Published by
News Desk

জোড়াবাগানের এক মধ্যবয়সী ব্যক্তির বুধবার সকালে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিজনেরা। প্রথমে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে তাঁদের বহির্বিভাগে পাঠানো হয় বলে দাবি পরিজনদের। অগত্যা রোগী নিয়ে তাঁরা বহির্বিভাগে হাজির হন। সেখানে দীর্ঘ লাইনের পিছনে দাঁড়ানো রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে ফের জরুরি বিভাগে হাজির হন পরিজনেরা। সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। একথা শোনার পরই মৃতের পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন।

তাঁদের দাবি প্রথমেই এই অবস্থায় রোগীকে জরুরি বিভাগ থেকে বহির্বিভাগে না পাঠালে তিনি বেঁচে যেতেন। চিকিৎসায় গাফিলতির কারণেই তাঁদের পরিজনকে হারাতে হল। সব রাগ গিয়ে পড়ে কর্মরত জুনিয়র ডাক্তারদের ওপর। অভিযোগ, রোগীর আত্মীয়ারা জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হলে তাঁরাও পাল্টা রোগীর আত্মীয়দের মারধর করেন। একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। কাজ বন্ধ হয়ে যায় জরুরি বিভাগে। বিপাকে পড়েন অন্য রোগীরা। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগে মৃত রোগীর কয়েকজন পরিজনকে আটক করে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts