National

গ্রেফতার সমাজকর্মী মেধা পাটকর

Published by
News Desk

সমাজকর্মী তথা নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম পুরোধা মেধা পাটকরকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। সর্দার সরোবর প্রকল্প নির্মাণে পুনর্বাসনে টালবাহানার অভিযোগে আমৃত্যু অনশনে বসেছিলেন মেধা। সঙ্গে ছিলেন আরও ৫ জন। এদিন সকলকেই গ্রেফতার করে পুলিশ।

ধার জেলার চিকালদা গ্রামের গ্রামবাসীদের যে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হচ্ছে না বলে অভিযোগ করে গত ১২ দিন ধরে অনশন চালাচ্ছিলেন মেধা পাটকর। গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে তাঁদের অনশন চলবে বলেও জানিয়ে দিয়েছিলেন তাঁরা। এদিন সেই অনশন মঞ্চে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় মেধা সহ ৫ জনকে।

Share
Published by
News Desk