SciTech

পৃথিবীর সবচেয়ে কম আয়ুর প্রাণি কোনটি, জীবনকাল কত তাদের

তাদের জীবনকাল শুরু থেকে শেষ হয় সামান্য সময়ে। চোখের নিমেষে কাটে তাদের আয়ুষ্কাল। এরাই হল পৃথিবীর সবচেয়ে কম আয়ুর প্রাণি।

Published by
News Desk

একটি জীবন কাটানোর জন্য সর্বাধিক ১ দিন মাত্র প্রাপ্য। তারমধ্যে তাদের ছোট থেকে বড় হতে হয়। বংশবৃদ্ধি করতে হয়। আগামী প্রজন্মকে রেখে যেতে হয়। একটা জন্মে তাদের যা কাজ করার তা তারা করে ফেলে মাত্র ১ দিনের মধ্যেই।

তবে এটাও জেনে রাখা ভাল যে এদের এই ১ দিনের আয়ুটাই কিন্তু এদের সর্বাধিক। মানে তার চেয়েও কমসময়ে তাদের ইহকাল শেষ হতে পারে।

দেখা গেছে ১ দিনের আয়ুষ্কালের মধ্যেই এই প্রাণিটি বংশবৃদ্ধির জন্য ১০ হাজার ডিমও পেড়েছে। যা কার্যত প্রাণি বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। এই প্রাণিটির আবার ৩ হাজারের মত প্রকার রয়েছে। সাধারণত জলেই এদের জীবনটা কাটে। সেখানেই সব কিছু।

পৃথিবীর সবচেয়ে কম আয়ুর এই প্রাণিটি হল মেফ্লাই। এক ধরনের জলের পোকা। তবে ডানাযুক্ত। এদের স্বচ্ছ অনেকটা ফড়িংয়ের মত ডানা থাকে। এই প্রাণি তাদের এই অতি ছোট্ট আয়ুষ্কালেও কিন্তু পৃথিবীর উপকারই করে।

জলেই এদের জীবন কাটে। সেই জলের বাস্তুতন্ত্রকে রক্ষা করে এই মেফ্লাই। জলকে পরিস্কার রাখে। জলে প্রচুর অক্সিজেন যুক্ত হয় এদের হাত ধরে।

মেফ্লাই এমন এক কীট যা তাদের অল্প আয়ুষ্কালের মধ্যেও পৃথিবীর জন্য কিছু অনন্ত করে যায়। ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় পরিস্কার জলে অর্থাৎ দিঘি বা নদীতে মেফ্লাই দেখতে পাওয়া গিয়েছে।

Share
Published by
News Desk