National

বাংলার বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি ঝাড়খণ্ডের সাংসদের

Published by
Shaoni Dutta

ম্যাসানজোর বাঁধ নিয়ে সমস্যা ঠিক হতে যে আরও অনেক সময় লাগবে তা স্পষ্ট করে বলে দিলেন ঝাড়খণ্ডের গুল্লা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে। আগামী মাসেই হাইকোর্টে বাংলার বঞ্চনার বিরুদ্ধে আইনি লড়াইতে যাওয়ার হুমকি দিলেন তিনি।

ম্যাসানজোরে বাঁধের সংস্কারের কাজ শুরু করার পর বাংলা ও ঝাড়খণ্ড ২ প্রতিবেশি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ঝাড়খণ্ডের সমাজকল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি ম্যাসানজোর জলাধারের সামনে দাঁড়িয়ে চোখ উপড়ে নেওয়ারও হুমকি দেন। তবে এবার কোনও ফাঁক রাখেননি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি জানিয়ে দেন বাংলার সরকার ১৯৭৮ সালের চুক্তি লঙ্ঘন করে বঞ্চিত করছে বাঙলাকে। চুক্তি মতো ঝাড়খণ্ডের রামেশ্বর ব্লককে জল দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ার অভিযোগ করেন তিনি। আগে উৎপাদিত ২ মেগাওয়াট বিদ্যুৎ ঝাড়খণ্ড পেলেও এখন তা থেকেও তারা বঞ্চিত।

সাংসদের জোরাল দাবি, রাজ্যের কৃষকদের ন্যায্য জলের অধিকার তাঁরা দেবেন। এ নিয়ে ইতিমধ্যেই সংসদে আওয়াজ তোলা হয়েছে। এরপর শুরু হবে আইনি লড়াই।

Share
Published by
Shaoni Dutta