National

চলছে লোগোর লড়াই, বাংলার অস্তিত্ব মুছতে তৎপর বিজেপি রাজ্য

Published by
Shaoni Dutta

এ যেন একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি। নিজেদের রাজ্যের লোগো তোরণ থেকে খুলে ফেলার ২৪ ঘণ্টার মধ্যে ফের সেই লোগো লাগিয়ে অস্তিত্বের প্রমাণ দিল ঝাড়খণ্ড সরকার। রাজ্যের মন্ত্রীর চোখ উপড়ে নেওয়ার হুমকির সাথেই যেন জেগে উঠল প্রতিবেশি রাজ্যের বিজেপি সরকার।

সকালে ঝাড়খণ্ডের লোগো ম্যাসানজোরের তোরণ থেকে খুলে ফেলার প্রতিবাদে সামিল হন খোদ রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। অভিযোগ করেন বীরভূমের পুলিশ এমন কাজ করেছে বলে। পাশাপাশি হুমকি দেন, যদি ওই এলাকায় অন্য রাজ্যের কেউ চোখ তুলে তাকায় তবে তার চোখ উপড়ে নেওয়া হবে।

এরপরই সন্ধ্যায় দেখা যায় ছিঁড়ে ফেলা লোগোর জায়গায় ফের বসে গিয়েছে ঝাড়খণ্ড সরকারের লোগো। ঝাড়খণ্ডের মাটি থেকে বাংলার সরকারের অস্তিত্ব মুছে ফেলার যে দাবি মন্ত্রী করেছিলেন, এর মধ্যে দিয়ে বিজেপি সরকার সেই পথেই এক ধাপ এগিয়ে গেল।

Share