National

নীল-সাদা রঙের পর বিশ্ববাংলার লোগো, বাঁধ নিয়ে ফের ধুন্ধমার ২ রাজ্যের

Published by
Shaoni Dutta

রঙের পর এবার পোস্টার। রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সরকারের লোগো ব্যবহার করা পোস্টার ছেঁড়া নিয়ে নতুন বিতর্ক শুরু হল ম্যাসানজোরে। বাংলার সরকারের কোনও রকম চিহ্ন ম্যাসানজোরে থাকবে না বলে সাফ জানিয়ে দিল ঝাড়খণ্ডের বিজেপি সরকার।

গত শুক্রবার তৃণমূল সরকারের পছন্দের নীল-সাদা রং দিয়ে ম্যাসানজোরের সৌন্দর্যায়নের কাজ বন্ধ করে দেন স্থানীয় বিজেপি কর্মীরা। তারপর থেকেই নানাভাবে অসহযোগিতা চলতে থাকে বীরভূম সেচ দফতরের সাথে। শনিবার ম্যাসানজোরে পর্যটকদের স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে তোরণ তৈরি করে, সেখানে বিশ্ববাংলার লোগোর ওপর লাগিয়ে দেওয়া হয় ঝাড়খণ্ড সরকারের লোগো। রবিবার সকালে সেই লোগো ছেঁড়া অবস্থায় পাওয়া গেলে বিক্ষোভ শুরু করে বিজেপি। ঘটনাস্থলে যান বিজেপির স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন বাংলার সরকারের কোনও লোগো ম্যাসানজোরের কোথাও ব্যবহার করা যাবে না।

বীরভূম সেচ দফতরের আধিকারিকরা অবশ্য লোগো ছেঁড়ার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের চিহ্ন ম্যাসানজোরে না থাকলেও তার রক্ষণাবেক্ষণ করে যেতে হবে এ রাজ্যের সরকারকেই।

Share
Published by
Shaoni Dutta