কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে সমুদ্রের জল, প্রতীকী ছবি
দিঘা থেকে পুরী হোক বা কেরালা, গোয়া, মুম্বইয়ের সমুদ্র, সমুদ্রের জলে স্নান করেন অনেকেই। তাঁরা কি জানেন যে ঢেউয়ের তালে তাঁরা গা ভেজাচ্ছেন, সমুদ্র স্নানে আনন্দ উপভোগ করছেন, সেই জল এসে তাঁদের গায়ে লাগা মানে সোনাও গায়ে মাখছে।
কারণ বিজ্ঞানীরা দেখেছেন সমুদ্রের প্রতি ১ লিটার জলেও সোনা মিশে থাকে। সেখানে পৃথিবীর ৭০ শতাংশই তো সমুদ্র। তাহলে কত সোনা! ভাবলেই মাথা ঘুরে যেতে পারে।
সমুদ্রের জল থেকে পুরো সোনাটা যদি বার করে নেওয়া যায় তাহলে তো পৃথিবীর অনেক কিছুই সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যাবে! সেটা জানার পরও কেন সমুদ্রের জলে মিশে থাকা সোনা বার করে নেওয়া হচ্ছেনা? প্রশ্নটা মনে আসতেই পারে।
বিজ্ঞানীরা বলছেন হিসাব বলছে সমুদ্রের জলে ২ কোটি টন সোনা মিশে আছে। ২ কোটি টন সোনা মানে অনুমেয় যে তার পরিমাণ কতটা! কিন্তু সমুদ্রের জল থেকে সোনা বার করা অত্যন্ত জটিল এক প্রক্রিয়া। সে প্রক্রিয়ায় সোনা বার করা সহজ কথা নয়।
তা বার করার জন্য বিপুল খরচও হবে। সমুদ্রের জলে অনেক ধরনের খনিজ মিশে থাকে। তার একটি সোনাও। তা আলাদা করে বার করে নিতে জটিল প্রক্রিয়ার সাহায্য নিতে হয়।
সেভাবে তাই সমুদ্রের জলে মিশে থাকা সোনা বার করা কার্যত অসম্ভব। এমনকি বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্রের তলার মাটির তলায়ও প্রচুর সোনা রয়েছে। কিন্তু সেখানে খনি তৈরি করে সোনা বার করা এই মুহুর্তে সম্ভব হবেনা।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…