World

৩ কোটিতে ১টা পাওয়া যায় কিনা সন্দেহ, বিরলতম চিংড়ির দেখা পাওয়া গেল

চিংড়ি তো সবাই দেখেছেন। অনেকে তার স্বাদও পছন্দ করেন। কিন্তু এই গলদা চিংড়িটি অনেকেই ১ জীবনেও দেখার সুযোগ পান না। তারই দেখা মিলল।

গলদা চিংড়ির চেহারা অনেকেরই চেনা। কিন্তু এই গলদাটির অন্যরকম রংবাহার। চেহারাও সামান্য অন্যরকম। যদিও এমন নয় যে তাকে চিংড়ি বলেই বোঝা যাবেনা। তা একেবারেই নয়। তবে এ চিংড়িকে একটা জীবনে একবারও দেখার সুযোগ পাওয়া যায়না। এতটাই বিরল এই গলদা চিংড়ি।

বলা হয় ৩ কোটি গলদা চিংড়ির মধ্যে হয়তো ১টা এই গলদার দেখা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এর নাম ক্যালিকো গলদা। চেহারা আপাত দৃষ্টিতে গলদার মতই। তবে গায়ের রংটা একদম অন্যরকম।

ক্যালিকোর গায়ের রং কালো আর কমলা মেশানো। আমেরিকার ম্যাসাচুসেটসের উপকূলে এই অতি বিরল চিংড়িটি পাওয়া গেছে। যিনি সেটিকে পাকড়াও করেছেন তিনি বিখ্যাতই চিংড়ি ধরার জন্য।

বিশেষত নানা বিরল প্রকারের চিংড়ি ধরায় তাঁর জুড়ি নেই। তিনিই নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স সেন্টারে ফোন করেছিলেন। জানান তিনি একটি ক্যালিকো গলদা পেয়েছেন। ওই সেন্টার সেটি রাখতে চায় কিনা।

ক্যালিকো গলদা হাতে পাওয়ার সুযোগ হাতছাড়া করেননি ওই মেরিন সায়েন্স সেন্টারের বিশেষজ্ঞরা। তাঁরা ওই চিংড়িটিকে আলাদা করে রেখেছেন। নাম রেখেছেন জ্যাকি। যদিও এই ক্যালিকো চিংড়িটি স্ত্রী গলদা। তাকে অতি যত্নে রেখেছেন গবেষকেরা।

প্রসঙ্গত এই সেন্টারেই রয়েছে আরও একটি অতি বিরল গলদা। যার নাম নেপচুন। নীল রংয়ের এই গলদাটিও দর্শনীয় তার রূপের জন্য। আর বিরল যে তা বলাই বাহুল্য।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *