World

অফিসের লিফটের হাত ধরে রাতারাতি আড়াই কোটি টাকার মালিক এক ব্যক্তি

অফিসের একটি পুরনো লিফট। সেই লিফটই বদলে দিল তাঁর জীবন। এমন অবশ্য নয় যে তিনি লিফটে কোনও টাকার ব্যাগ বা গুপ্তধন পেয়েছিলেন।

অফিসের লিফটে তিনি রোজই ওঠেন। উঠে যে তলায় যেতে চান সেই তলার বোতাম টেপেন। অবশ্য তাঁদের অফিসের ওই লিফটটি মাত্র কয়েকটি তলাতেই থামে। তাঁর গন্তব্য ওই তলাগুলির মধ্যেই হওয়ায় তাঁর অবশ্য লিফটে উঠতে নামতে কোনও সমস্যা হয়না। কারণ তাঁর তলায় লিফট থামে।

এই প্রত্যেক দিন ব্যবহার করা লিফট যে তাঁর ভাগ্য বদলে দেবে তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। এই লিফট কার্যত তাঁকে রাতারাতি আড়াই কোটি টাকার মালিক করে দিল।

তবে এটা ভাবার কোনও কারণ নেই যে কেউ লিফটে টাকার ব্যাগ ফেলে গিয়েছিলেন। কেউ সোনাদানা ফেলে গিয়েছিলেন বা লিফটে কোনও গুপ্তধনের সন্ধান তিনি পেয়েছিলেন। তবে তিনি কিছু তো পেয়েছিলেন। আর সেটা হল একটা নম্বর।

এই নম্বরটা ওই লিফটে চড়া সকলেরই প্রায় জানা ছিল। কারণ নম্বরটা ছিল ওই লিফট কোন কোন তলায় থামবে সেই সব তলার ফ্লোর নম্বর। এক ব্যক্তি ওই নম্বরগুলিকেই জুড়ে দেন। তাতে যে লম্বা একটি ৮ সংখ্যার নম্বর তৈরি হয় সেই নম্বরের একটি লটারি টিকিট কাটেন তিনি।

দেখা যায় সেই লটারি থেকে তিনি ৩ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকারও বেশি, তা জিতেছেন। আমেরিকার ম্যাসাচুসেটসের বাসিন্দা ওই ব্যক্তিকে লটারির টিকিট কাটার সময় একটি নম্বর বেছে নিতেই হত।

তিনি তাঁর অফিসের লিফট যে যে ফ্লোরে থামে সেই নম্বরগুলিকে পাশাপাশি সাজিয়ে একটি নম্বর তৈরি করে সেই নম্বরের লটারির টিকিট কাটেন। যা তাঁকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *