মাছি খাওয়া অ্যাংকর, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @memezar
বিশ্বজুড়ে সংবাদ চ্যানেলের অভাব নেই। অভাব নেই সংবাদ পাঠিকারও। কিন্তু এতজনের মধ্যেও তিনি রাতারাতি পরিচিত হয়ে গেলেন। গোটা বিশ্ব তাঁকে চিনে গেল। চিনে গেল তাঁর পেশাদারিত্ব দেখে। অধিকাংশ মানুষই তাঁর পেশাদারিত্বের তারিফ করেছেন।
কি পেশাদারিত্ব তিনি দেখিয়েছিলেন? ওই পাঠিকা যখন খবর পড়ছিলেন তখন প্রথমে তাঁর ডান চোখের কোণায় একটি মাছি এসে বসে। তিনি খবর পড়ার ক্ষেত্রে এতটুকুও গাফিলতি না করে চোখটা একবার আলতো টিপে মাছিটিকে সেখান থেকে সরিয়ে দেন।
মাছিটি এবার তাঁর চোখের তলায় বসে পড়ে। তারপর চোখ পিটপিট করায় সেই ধাক্কায় হড়কে পাঠিকার ঠোঁটের কাছে নেমে আসে। মুখের সামনে আসার পর নিমেষের মধ্যে ওই মাছিটিকে খেয়ে ফেলেন ওই পাঠিকা। কিন্তু সেটা খবর পড়তে পড়তেই।
এত দ্রুত তিনি মাছিটিকে মুখে পুড়ে নেন যে তা খবর পড়ার ক্ষেত্রে কোনও ব্যাঘাত ঘটাতে পারেনি। বরং এমনভাবে খবর পড়তে থাকেন যেন কিছুই তো ঘটেনি।
তিনি হাত দিয়ে মাছিটিকে অনায়াসেই তাড়াতে পারতেন, কিন্তু পেশাদারিত্ব বজায় রাখতে তা থেকে বিরত থাকেন তিনি। ক্যামেরায় বুঝতেই দিলেন না কিছু একটা হল।
মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ২৫ নিউজ-এর ওই সংবাদ পাঠিকার কথা ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেই ছবি মুহুর্তে ইন্টারনেটে তুফান তোলে।
ওই সংবাদ পাঠিকার মাছি গিলেও এমন নির্বিকারে খবর পড়ে যাওয়া নিয়ে রীতিমত চর্চা চলছে। তাঁর এই পর্যায়ের পেশাদারিত্বের তারিফ হচ্ছে সব মহলেই।
গত ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকা ওই সংবাদ পাঠিকা ভেনেসা ওয়েল্চ অবশ্য সদ্য তাঁর দীর্ঘদিনের কর্মজীবনে ছেদ টেনেছেন। সাংবাদিকতা পেশাকে বিদায় জানিয়ে ভেনেসা অন্য একটি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছেন শীঘ্রই।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…