World

ঘুমের মধ্যে দেখা স্বপ্নের ভরসায় রাতারাতি ৪০ লক্ষ টাকার মালিক এক মহিলা

ঘুমিয়ে স্বপ্ন কে না দেখেন। কিন্তু সে স্বপ্ন যে কাউকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারে তা বোধহয় ভাবনার অতীত। সেটাই কিন্তু বাস্তবে ঘটে গেল।

Published by
News Desk

ঘুমিয়ে থাকার সময় স্বপ্ন তো সকলেই দেখেন। সেসব স্বপ্নের কয়েকটিই ঘুম থেকে ওঠার পর মনে থেকে যায়। কিছু ক্ষেত্রে আবার স্বপ্নের কয়েকটি খণ্ডচিত্র চোখের সামনে জেগে ওঠার পরও ভেসে ওঠে। তবে অধিকাংশ ক্ষেত্রে স্বপ্ন মনে থাকেনা।

এক মহিলার ক্ষেত্রে একটি স্বপ্নে তা হয়নি। আর সেই মনে থেকে যাওয়া স্বপ্নই তাঁকে রাতারাতি ৪০ লক্ষ টাকার মালিক করে দিল। ওই মহিলা স্বপ্নে একটি নম্বর দেখতে পেয়েছিলেন। নম্বরটা ছিল পরপর ২টি ৯ এবং তারপর টানা ৩টি শূন্য।

মানে নম্বরটা দাঁড়াল ৯৯০০০। স্বপ্নে দেখা এই নম্বরটি তাঁর মনে থেকে যায়। মহিলা স্বপ্নে দেখেন তিনি ওই নম্বরের একটি লটারির টিকিট কেটেছেন। ঘুম থেকে উঠে বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান।

ওই নম্বরের একটি লটারির টিকিটও কাটেন। পরে সেই নম্বরটিই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। লটারিতে ওই নম্বরে তিনি ৫০ হাজার ডলার জেতেন। যা ভারতীয় মুদ্রায় ৪৩ লক্ষ টাকার কিছু বেশি।

স্বপ্নে দেখা নম্বর যে তাঁকে এভাবে রাতারাতি লাখপতি করে দেবে তা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেননা মেরিল্যান্ডের বাসিন্দা ওই মহিলা। তাঁর স্বামীও বিষয়টি দেখে হতবাক হয়ে যান।

স্বপ্নে দেখা নম্বরে বাজিমাত হবে তা তিনিও ভাবতে পারেননি। ওই মহিলার এই স্বপ্নে দেখা নম্বরে লটারি জয়ের কাহিনি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ফলে বহু মানুষের চর্চার কেন্দ্র হয়ে ওঠে এই আপাত অলৌকিক লটারি জয়।

Share
Published by
News Desk

Recent Posts