Sports

এশিয়া সেরার খেতাব থেকে ১ ম্যাচ দূরে মেরি কম

Published by
News Desk

ভারতের কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে। জাপানের সুবাসা কমুরাকে লাইট ফ্লাইওয়েট বিভাগে ৫-০ ফলাফলে বিধ্বস্ত করলেন মেরি। প্রথম রাউন্ডে কেউই আক্রমণে না গিয়ে প্রতিপক্ষকে বোঝার চেষ্টা করেন। খেলার দ্বিতীয় রাউন্ডে সুবাসা সামান্য আক্রমণাত্মক হয়ে উঠলেও মেরি রক্ষণাত্মক থেকে তা সামলে নেন। তৃতীয় ও শেষ রাউন্ডে মেরি কম আক্রমণের ঝড় বইয়ে দেন। অভিজ্ঞতা ও আক্রমণের মিশেলে জাপানি প্রতিপক্ষকে পরাজিত করেন ৪ বারের এশিয়ান বক্সিংয়ে সোনাজয়ী ভারতীয় বক্সার। ফাইনালে তিনি উত্তর কোরিয়া ও মঙ্গোলিয়ার মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন।

এদিকে ভারতের জন্য আরও সুখবর। এল সরিতা দেবী এবং সোনিয়া লাথার মহিলা বক্সিংয়ের অন্য বিভাগে সেমিফাইনালে পা রেখে নিশ্চিত করেছেন পদক প্রাপ্তি।

Share
Published by
News Desk
Tags: Mary Kom

Recent Posts