Sports

ফের বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, গড়লেন রেকর্ড

Published by
News Desk

তিনি কী ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবেন। ভারতের মহিলা বক্সিংয়ের সোনার মেয়ে মেরি কমকে নিয়ে সেই প্রশ্নই উঠছিল বিভিন্ন মহলে। অনেকের মনে হয়েছিল বয়স অনেকটা বেড়েছে। ফলে মেরি কী পারবেন তাঁর সেই আগের ঝাঁঝ ধরে রাখতে? মেরি উত্তর দিলেন বক্সিং রিংয়ে। শনিবার ৪৮ কেজি বিভাগের ফাইনালে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বী হানা ওখোতাকে হারিয়ে দিলেন তিনি। তাও আবার ৫-০ ব্যবধানে। কার্যত প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দিলেননা মেরি।

এদিনের জয়ের ফলে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতলেন তিনি। এই রেকর্ড আর কারও নেই। ফলে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সোনা জেতায় বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন ভারতের মেরি কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বচ্যাম্পিয়নশিপের শুরু থেকেই মেরি যেভাবে ফর্ম ধরে রেখে নিজের ধারাবাহিকতা দেখাচ্ছিলেন, তাতে তাঁর সোনা জয়টাই ছিল স্বাভাবিক।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Mary Kom

Recent Posts