Sports

এশিয়া সেরা মেরি কম

Published by
News Desk

৪৮ কেজি বিভাগে মহিলা বক্সিংয়ে এশিয়া সেরার খেতাব জিতে নিলেন ভারতের রুপোর মেয়ে মেরি কম। অলিম্পিকে রুপো জয়ী মেরি কম ফের স্বমূর্তি ধারণ করায় খুশি দেশবাসী। এদিন ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেরির মুখোমুখি হয়েছিলেন উত্তর কোরিয়ার কিম হিয়াং মি।

খেলার শুরু থেকেই দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে কড়া লড়াইয়ে নামেন। সেমিফাইনালে যে মেরি কমকে প্রতিপক্ষকে মাপতে দেখা গিয়েছিল, তাঁকে এদিন পাওয়া গেল একদম অন্য মেজাজে। আক্রমণ, প্রতি আক্রমণের খেলা চললেও খেলার কিছুক্ষণের মধ্যেই বোঝা যাচ্ছিল মেরি কমের সঙ্গে এঁটে উঠতে পারছেন না কোরীয় বক্সার। ৫-০ পয়েন্টে ম্যাচ জিতে নেন মেরি।

Share
Published by
News Desk
Tags: Mary Kom

Recent Posts