কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে জাহাজ, প্রতীকী ছবি
একটা বিশাল জাহাজ। প্রচুর মালপত্রও ছিল সে জাহাজে। পণ্যপরিবহন করছিল সেটি। সমুদ্রের ওপর সেই মেরি সেলেস্ট নামে জাহাজটি সম্বন্ধে খবর আসে যে সেটি সমুদ্রের ওপর ভাসছে। অন্য জাহাজ নিয়ে সেখানে হাজির হন সকলে তল্লাশি করতে।
জাহাজ থেকে কোনও বার্তা নেই কেন? সকলে গেলেন কোথায়? জাহাজে ওঠার পর পুরো জাহাজটা সকলে তন্ন তন্ন করে খুঁজে দেখেন। কিন্তু ১০ জনের একজনকেও খুঁজে পাওয়া যায়নি। তাঁরা গেলেন কোথায় তা কোনওভাবেই জানতে পারা গেলনা।
কেউ বললেন হয়তো জাহাজটি কোনও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল। কিন্তু তার কোনও চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কারও মনে হয় নিশ্চয়ই ওই জাহাজে জলদস্যুরা হানা দিয়েছিল।
কিন্তু একটি জিনিসও চুরি হয়নি। জাহাজের এতটুকু ক্ষতিও হয়নি। কেবল কর্পূরের মত উবে গেলেন জাহাজের মানুষগুলো! এটা কেমন করে সম্ভব তার উত্তর আজও মেলেনি।
পর্তুগাল থেকে ৪০০ নটিক্যাল মাইল দূরে মেরি সেলেস্ট নামে জাহাজটি একাই ভাসছিল সমুদ্রের জলে। ১৮৭২ সালের ৫ ডিসেম্বর এই জাহাজটিকে একা ভাসতে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু জাহাজের ক্যাপ্টেন সহ বাকি নাবিকরা কোথায় গেলেন?
ভ্যানিসটা হয়ে গেলেন কীভাবে? তাঁদের সঙ্গে কি ঘটেছিল? কিছুই জানা যায়নি। তবে আজও তাঁদের কারও খবর পাওয়া যায়নি। রহস্যটা রহস্যই রয়ে গেছে। কিনারা হয়নি।
মেরি সেলেস্ট জাহাজের ক্যাপ্টেন সহ বাকি নাবিকদের এই হারিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে এক অন্যতম আশ্চর্য ঘটনা হয়ে রেয়ে গেছে।