Business

ভারতীয় বাজারে ২০২০-র মধ্যে বৈদ্যুতিন গাড়ি আনার লক্ষ্য স্থির করল মারুতি সুজুকি

ভারতীয় গাড়ি বাজারে তাদের বৈদ্যুতিন গাড়ি ২০২০ সালের মধ্যেই এসে পড়বে। সেটাই তাদের লক্ষ্য।

Published by
News Desk

২০২০ সালের মধ্যে ভারতের রাজপথে ছোটার জন্য বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে মারুতি সুজুকি। গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি তাদের বার্ষিক সম্মেলনে ঘোষণা করেছে ভারতীয় গাড়ি বাজারে তাদের বৈদ্যুতিন গাড়ি ২০২০ সালের মধ্যেই এসে পড়বে। সেটাই তাদের লক্ষ্য। যদিও ২০২০-তে বৈদ্যুতিন গাড়ি ভারতীয় বাজারে আসবেই এমন কোনও প্রতিশ্রুতি সংস্থার তরফে এখনও দেওয়া হয়নি।

প্রসঙ্গত কিছুদিন আগে সুজুকি ও টয়োটা, জাপানের ২ অন্যতম সেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থা একটি মউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। যেখানে স্থির হয়েছে ২টি সংস্থা মিলিত প্রচেষ্টায় ভারতীয় বাজারে ২০২০ সালের মধ্যে বৈদ্যুতিন গাড়ি নিয়ে আসবে। এই দুই সংস্থার বৈদ্যুতিন গাড়ি নির্মাণের সক্ষমতা থাকলেও মারুতির নেই। কিন্তু ঠিক হয়েছে মারুতির মাধ্যমেই ভারতীয় বাজারে বৈদ্যুতিন গাড়ি বিক্রি করা হবে।

Share
Published by
News Desk

Recent Posts