Categories: Sports

ক্রো-হীন ক্রিকেট

Published by
News Desk

মারা গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মার্টিন ক্রো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব।

২০১২ সাল থেকেই ক্যানসারে ভুগছিলেন। চলছিল কেমোথেরাপি। ২০১৪ সালে তাঁকে শেষবারের মত প্রকাশ্যে দেখতে পাওয়া যায়। ক্রমশ অসুস্থতা তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। চারবছর ভোগার পর বৃহস্পতিবার তাঁর নিজের শহর অকল্যান্ডে জীবনাবসান হয় ক্রিকেট ইতিহাসের এই অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্বের।

১৯৮২ সালে মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় পা রাখেন মার্টিন ক্রো। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে বহু উজ্জ্বল ইনিংস উপহার দিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেট তারকা।

Share
Published by
News Desk

Recent Posts