SciTech

মঙ্গলগ্রহে কিছুকাল আগেও ছিল অতল জলের সমুদ্র, খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহে এতটাই ঠান্ডা যে সেখানে সমুদ্র থাকা সম্ভব নয়। কিন্তু কিছুকাল আগেও সেখানে সমুদ্র ছিল। গবেষণায় আরও তথ্য হাতে এল বিজ্ঞানীদের।

Published by
News Desk

মঙ্গলগ্রহে জল ছিল, নাকি ছিলনা। এ নিয়ে বিতর্ক থেকেই গেছে। তবে এবার বিজ্ঞানীরা যে সন্ধান পেলেন তাতে মঙ্গলে একটি সমুদ্র ছিল।

অতিকায় সেই সমুদ্রের গভীরতা ছিল প্রায় ১ হাজার ফুট। জল ছিল অনন্ত। সেই জল এখন আর নেই। তবে তার প্রমাণ রয়েছে বলেই দাবি করছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

বর্তমানে মঙ্গলগ্রহে প্রবল ঠান্ডা। সেখানে স্বাভাবিক তাপমাত্রাই থাকে মাইনাস ৮০ ডিগ্রি ফারেনহাইট। তারওপর আবহাওয়া মণ্ডল এতটাই পাতলা যে সেখানে জল থাকতেই পারেনা।

ঠান্ডা বা আবহাওয়ার কারণে সেখানে জলের অস্তিত্ব বরফ ছাড়া অন্য কোনওভাবেই থাকতে পারেনা। বিজ্ঞানীরা মনে করছেন কিছুটা জল উবে গেলেও কিছুটা জল মঙ্গলের মাটির তলায় বরফের আকারে জমা হয়ে থাকতে পারে। তবে সমুদ্র থাকা নিয়ে অনেকটাই নিশ্চিত গবেষকেরা। তাঁদের ধারনা ৪৫০ কোটি বছর আগেই মঙ্গলে গভীর সমুদ্র ছিল।

বিজ্ঞানীরা এটাও মনে করছেন যে বরফ ভরা গ্রহাণু মঙ্গলের মাটিতে আছড়ে পড়ে। তাঁরা এটাও জানাচ্ছেন যে মঙ্গলে যখন এক সময় জল ছিল, তখন সেখানে প্রাণেরও অস্তিত্ব ছিল।

সেইসঙ্গে বিজ্ঞানীদের দাবি, গ্রহাণু আছড়ে পড়ার সময় সঙ্গে এমন কিছু পদার্থ নিয়ে আসে যা প্রাণ তৈরির জন্য প্রয়োজন। সব মিলিয়ে মঙ্গলে সমুদ্র ছিল বলে দাবি করার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা মঙ্গলে প্রাণ ছিল এমন দাবিও করেছেন।

Share
Published by
News Desk
Tags: DenmarkNASA