মঙ্গলগ্রহে সূর্যাস্ত, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
পৃথিবীর মানুষ বিলক্ষণ জানেন আকাশের রং নীল। নীল আকাশ, সবুজ বনানী কবি মনকেও নাড়া দিয়েছে বারবার। আবার পুজোর সময় নীল আকাশের বুকে সাদা পেঁজা মেঘ জানান দেয় শরতের স্পর্শ।
পৃথিবীতে আকাশের রং বদলে যায় সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য যখন পূব আকাশে উঁকি দেয় ভোরে তখনও আকাশের রং হয় লালচে হলুদ। তবে সারাদিনটা আকাশের রং নীলই থাকে।
কিন্তু মঙ্গলগ্রহে আকাশের রং আলাদা। যার সঙ্গে সেখানকার বায়ুমণ্ডলেরও একটা সম্পর্ক রয়েছে। মঙ্গলের বায়ুমণ্ডল অতি পাতলা। মঙ্গলগ্রহে কিন্তু সারাদিন আকাশের রং থাকে গোলাপি লাল বা হলদেটে বাদামি।
মোটেও মঙ্গলগ্রহের আকাশের রং নীল নয়। তাহলে কি সূর্যোদয় বা সূর্যাস্তের সময়ও এই রংই বিরাজ করে মঙ্গলের আকাশে? এখানেও চমক। মঙ্গলে যখন সূর্য ওঠে বা অস্ত যায় তখন আকাশের রং হয় নীল।
পৃথিবীতে যা হয় ঠিক তার উল্টোটা হয় মঙ্গলগ্রহে। এটা একটা বড় চমক বটে। এখন মঙ্গলগ্রহের মাটিতে একাধিক রোবট যান ঘুরে বেড়াচ্ছে। সেসব রোবট যানের পাঠানো বিভিন্ন সময়ের ছবি পরীক্ষা করে বিষয়টি বিজ্ঞানীদের কাছে আরও স্পষ্ট হয়েছে।
সূর্যাস্তের সময় মঙ্গলগ্রহ থেকে সূর্যকেও নীলই দেখায়। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন মঙ্গলে আকাশের রং কিছুটা নির্ভর করে সেখানে ভেসে বেড়ানো ধুলোর ওপরও।