SciTech

প্রতিদিন ধাক্কা খাচ্ছে মঙ্গলগ্রহ, মানুষ পাঠানো নিয়ে চিন্তা

মঙ্গলগ্রহ নিয়ে এক নতুন তথ্য সামনে এল। লাল গ্রহকে প্রতিদিন ধাক্কা দিচ্ছে বলের মত আকারের বস্তু। সেটি কি, তাও জানা গেল।

Published by
News Desk

প্রায় প্রতিদিনই এমনটা ঘটছে লাল গ্রহের সঙ্গে। যা এবার একদল গবেষক সামনে আনলেন। তাঁরা জানাচ্ছেন প্রতিদিনই মঙ্গলগ্রহে আছড়ে পড়ছে একটি করে বাস্কেটবল। সত্যিকারের বাস্কেটবল নয়। তবে হুবহু বাস্কেটবলের আকারের একটি করে উল্কাপিণ্ড।

প্রবল গতিতে তা আছড়ে পড়ে মঙ্গলগ্রহের মাটিতে। যার জেরে প্রতিদিন মঙ্গলের বুকে প্রায় ২৬ ফুটের একটি করে গর্ত তৈরি হয়ে চলেছে।

শুধু তাই নয়, উল্কাপিণ্ডটি আছড়ে পড়ার পরই মঙ্গলগ্রহের ওই অংশে ভূমিকম্প হয়। মাটি কেঁপে ওঠে। আর এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে মঙ্গলের সঙ্গে।

গবেষকেরা দাবি করেছেন বছরে ২৮০ থেকে ৩৬০টি করে উল্কা এসে আছড়ে পড়ে লাল গ্রহে। এভাবে দিনের পর দিন উল্কাপাতের ফলে মঙ্গলের মাটি কতটা পরিবর্তিত হয়েছে তাও খতিয়ে দেখছেন গবেষকেরা।

মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলের মাটিতে যে প্রতিদিনই উল্কাপাত ঘটে চলেছে এটা জানতে পারা তাঁদের মঙ্গলকে আরও ভাল করে জানতে সাহায্য করবে।

তাছাড়া আগামী দিনে মঙ্গলে মানুষ পাঠানোর যে ভাবনা রয়েছে, তা একেবারে নির্ভুল করে তুলতে এই তথ্যগুলি প্রভূত সাহায্য করবে। সবদিক সামলে তবেই মানুষকে মঙ্গলগ্রহে পাঠানোর চিন্তা করবেন বিজ্ঞানীরা।

আবার মঙ্গলের মাটির বয়স পরীক্ষা করতে লাল গ্রহের গায়ে ভরে থাকা গর্তগুলি কাজে লাগবে বলে মনে করছেন তাঁরা। যা উল্কাপাতের ফলেও তৈরি হচ্ছে।

Share
Published by
News Desk
Tags: Solar System

Recent Posts