Sports

ম্যাকডোনাল্ডস-এর বড় অবদান রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে, দাবি লাবুশেনের

ক্রিকেট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য লাবুশেন দাবি করলেন যে তাঁদের বিশ্বকাপ জয়ের পিছনে অনেকটা অবদান রয়েছে ম্যাকডোনাল্ডস-এর।

Published by
News Desk

ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তাদের দখলেই। ভারত এবার লিগ পর্যায়ে সবকটি ম্যাচ জেতার পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। লিগে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল। কিন্তু ফাইনালে ম্রিয়মাণ ভারতীয় দলকে কার্যত কোনও বিভাগে দাঁড়াতে না দিয়ে কাপ জিতে নেয় অস্ট্রেলিয়া।

এই জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল আনন্দে মেতে ওঠে। দলের অন্যতম সদস্য লাবুশেন দাবি করেন তাঁদের এই জয়ের পিছনে ২টি বিষয় খুব বড় করে কাজ করেছে। এক ফাইনালে অধিনায়ক কামিন্সের বোলিং দাপট এবং ম্যাকডোনাল্ডস।

ম্যাকডোনাল্ডস কেন? লাবুশেন জানান, অস্ট্রেলিয়া দলের কোচ অ্যানড্রু ম্যাকডোনাল্ডস দলকে ফাইনালে এমনভাবে উজ্জীবিত করতে পেরেছিলেন যেন তারা ভারতকে হারাতে পারে। অস্ট্রেলিয়া কৌশলী দিক থেকে তৈরি ছিল ভারতকে ফাইনালে রোখার জন্য।

২০২২ সালে জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় অস্ট্রেলিয়া দলের পুরো সময়ের কোচ হন অ্যানড্রু ম্যাকডোনাল্ডস। তারপর তিনি কামিন্সকে সঙ্গে নিয়ে সেভাবে দলকে তৈরি করতে পেরেছিলেন যাতে তারা বিশ্বকাপ জয় করতে পারে।

অ্যানড্রু ম্যাকডোনাল্ডস দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া একটাও ম্যাচ হারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা জিতে নেয়। এবার একদিনের ক্রিকেটের বিশ্বকাপও এনে দিলেন তিনি।

কার্যত কোচের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লাবুশেন। কোচ হিসাবে যে অ্যানড্রু ম্যাকডোনাল্ডস কতটা সফল তা তিনি বোঝানোর চেষ্টা করেন এভাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts