Categories: National

মাওবাদীদের গুলিতে মৃত ৩ কমান্ডো

Published by
News Desk

ফের ছত্তিশগড়ে মাওবাদী-সিআরপিএফ গুলির লড়াই। মাওবাদীদের সঙ্গে বৃহস্পতিবার দুপুর থেকেই দফায় দফায় সিআরপিএফ জওয়ানদের গুলিযুদ্ধ হয়। মাওবাদীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় ৩ জন সিআরপিএফ কমান্ডোর। ১২ জন গুরুতর আহত হন।

মাওবাদী অধ্যুসিত সুকমা জেলার ঘন জঙ্গলে এদিনও সকাল থেকেই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলতে থাকে। সিআরপিএফ জওয়ানদের প্রবল আক্রমণের মুখে মাওবাদীরা পিছু হঠছে বলেই জানা গেছে। সিআরপিএফের গুলিতে মাওবাদীদের কতজনের মৃত্যু হয়েছে বা তাদের কতজন আহত হয়েছে তা এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk

Recent Posts