National

দূরদর্শনের ক্যামেরাম্যানকে গুলি করে মারল মাওবাদীরা

Published by
News Desk

খবর করতে ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর এলাকা দিয়ে যাচ্ছিল দূরদর্শনের একটি রিপোর্টিং টিম। তাঁদের সুরক্ষার দায়িত্বে ছিলেন ২ পুলিশকর্মী। মঙ্গলবার সকালে যখন তাঁরা আরানপুর দিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই আচমকা তাঁদের ওপর আক্রমণ চালায় মাওবাদীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২ পুলিশকর্মী ও দূরদর্শনের ১ ক্যামেরাম্যানের দেহ। ঘটনাস্থলেই ২ পুলিশকর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় কিছুক্ষণ পর মৃত্যু হয় দূরদর্শনের ক্যামেরাম্যানেরও।

মৃত ২ পুলিশকর্মীর নাম মঙ্গল রাম ও রুদ্র প্রতাপ সিং। দূরদর্শনের যে ক্যামেরাম্যানের এদিন মৃত্যু হয় তাঁর নাম অচ্যুতানন্দ সাহু। সামনেই ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk