National

আইইডি বিস্ফোরণ, মাওবাদী হানায় মৃত ৬ সুরক্ষাকর্মী

Published by
News Desk

ফের মাওবাদী হানার শিকার হলেন সুরক্ষাকর্মীরা। ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হল ৬ সুরক্ষাকর্মীর। রবিবার দান্তেওয়াড়ার কোলনার গ্রামের কাছে জঙ্গলে টহল দিচ্ছিলেন সুরক্ষাকর্মীরা। তখনই তাঁদের একটি জিপ আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেয় মাওবাদীরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তার একটা অংশে বিশাল গর্ত হয়ে যায়। ঘটনাস্থলেই ৫ সুরক্ষাকর্মীর মৃত্যু হয়।

আহতদের হেলিকপ্টারে রায়পুরের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আরও ১ সুরক্ষাকর্মীর মৃত্যু হয়। এই ঘটনার পরই এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়। এদিকে এদিনের বিস্ফোরণের পর মাওবাদীরা সুরক্ষাকর্মীদের হাতে থাকা ২টি একে-৪৭ ও ৩টি স্বয়ংক্রিয় রাইফেল চুরি করে চম্পট দেয়। গোটা ঘটনায় এলাকা জুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে।

Share
Published by
News Desk