National

বাদ গেলনা বছরের শেষ দিনও, পরপর জ্বালানো হল গাড়ি

Published by
News Desk

একের পর এক গাড়ি দাউদাউ করে জ্বলছে। রেল লাইনের ধারেই জ্বলছে গাড়ি। এসব গাড়িতেই ছিল স্টেশনের ধারে আরও একটি নতুন লাইন তৈরির সরঞ্জাম। সেসবও পুড়ে খাক। বছরের শেষ দিনে মঙ্গলবার খুব ভোরেই ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়া মিলন রেলওয়ে স্টেশনের ধারে দাঁড়িয়ে থাকা এসব গাড়িতে আগুন ধরায় মাওবাদীরা। পুলিশ জানাচ্ছে, মাওবাদীদের গেরিলা বাহিনী আচমকাই হামলা চালায়। তারা শূন্যে গুলিও চালায়। পরে একের পর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তৃতীয় প্রস্তুতি কমিটি মাওবাদীদের সংগঠন। যা ভীষণভাবে ঝাড়খণ্ডে সক্রিয়। সেই টিপিসি-র অনুমতি ছাড়াই রেললাইনের কাজ শুরু করতে যাওয়া হচ্ছিল। টিপিসি এদিন গাড়ি পুড়িয়ে বেশ কিছু প্যামফ্লেট ছড়িয়ে দিয়ে যায়। যেখানে তারা হুঁশিয়ারি দিয়েছে আগামী দিনে তাদের অনুমতি ছাড়া এভাবে রেল লাইনের কাজ শুরু করতে গেলে ফের তারা এমন হামলা চালাবে।

মঙ্গলবার ঝাড়খণ্ডের পালামৌ জেলার মুকেরি গ্রামের কাছে একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। ট্রাকে বোঝাই ছিল স্টোন চিপস। ট্রাকের চালককেও মারধর করে মাওবাদী গেরিলা বাহিনী। পুলিশ জানাচ্ছে, এদিন ২টি ঘটনা পৃথক জায়গায় হলেও ঘটনা ২টির মধ্যে যোগসূত্র রয়েছে। ২টি ক্ষেত্রেই মাওবাদীরা টাকা আদায় করতে এসেছিল। টাকা না পেয়ে তারা রাগে আগুন ধরিয়ে দেয়। এদিনই শেষ হল ২০১৯ সাল। খতিয়ান বলছে ঝাড়খণ্ডে ২০১৯ সালে সব মিলিয়ে ৬০টি গাড়ি মাওবাদী রোষে পুড়ে ছাই হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk