National

পুলিশের খবরি সন্দেহে বাবা ও ছেলেকে বেধড়ক মার, গাড়িতে আগুন

Published by
News Desk

গোপন খবর নেওয়ার জন্য এলাকায় এলাকায় পুলিশের খবরি থাকে। একথা অনেকেরই জানা। এলাকায় বেআইনি, অপরাধমূলক কোনও কিছু চোখে পড়লে তাঁরা লুকিয়ে পুলিশকে খবরটা পৌঁছে দেন। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা এসব মানুষকে চেনা মুশকিল। তবে মাওবাদীদের কাছে হয়তো কোনও খবর পৌঁছেছিল। অথবা তারা আন্দাজ করেছিল। তাই পুলিশের খবরি সন্দেহে পিতা পুত্রকে ধরে বেধড়ক মারল তারা।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলায়। বৃহস্পতিবার ভোরে এই হামলা চালায় মাওবাদীদের একটি দল। তারা প্রথমে হাজির হয় স্থানীয় বাসস্ট্যান্ডে। সেখানে দাঁড়িয়ে থাকা ২টি ট্র্যাক্টর, ১টি ট্রাক ও ১টি বাইকে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। তারপর অশোক সাউ ও তাঁর ছেলেকে ধরে শুরু হয় বেধড়ক মার। মারের চোটে রক্তাক্ত অবস্থা হয় ২ জনের। তবে এঁদের প্রাণে মারেনি মাওবাদীরা।

পরে পুলিশ এসে এঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিছক পুলিশের খবরি সন্দেহে এভাবে দুজনকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মাওবাদীদের বিরুদ্ধে সেভাবে স্বর তোলার চেষ্টা কেউ করেন না। এখনও পর্যন্ত চলতি বছরে শুধু ঝাড়খণ্ডেই ৫০টির ওপর গাড়ি জ্বালিয়ে দিয়েছে মাওবাদীরা। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts