National

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্বাচনী কার্যালয় উড়িয়ে দিল মাওবাদীরা

Published by
News Desk

একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে মাওবাদীরা। যেখানে যেখানে তাদের সামান্য শক্তি আছে সেখানেই আঘাত হানছে তারা। নির্বাচনের মধ্যে মাওবাদী কার্যকলাপও লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার মাওবাদীরা আঘাত হানল ঝাড়খণ্ডে। এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার নির্বাচনী কার্যালয়টাই এদিন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় তারা। ঝাড়খণ্ডের সেরাইকেলা জেলায় শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে। কার্যালয়টির ব্যাপক ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ঝাড়খণ্ডের খুন্তি কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়ছেন অর্জুন মুন্ডা। তিনি তাঁর খারসাওয়া নির্বাচনী কার্যালয় থেকে নির্বাচনের কাজকর্ম পরিচালনা করছিলেন। কার্যালয় বলতে একটি আস্ত বাড়ি। পুলিশ জানাচ্ছে এখানেই শুক্রবার ভোরে হানা দেয় মাওবাদী গেরিলারা। ওই কার্যালয়ের মধ্যে তখন ঘুমচ্ছিলেন ৫ জন ব্যক্তি। তাঁদের প্রথমে ডেকে তুলে সেই কার্যালয় থেকে বার করে দেয় গেরিলারা। তারপর আইইডি-র সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয় বাড়িটিকে।

বিজেপি প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে এবারই যে প্রথম মাওবাদী গেরিলারা হামলা চালাল এমন নয়। আগেও তারা ঝাড়খণ্ডে বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছে। গত ২৬ এপ্রিল পালামৌতে বিজেপির নির্বাচনী কার্যালয় উড়িয়ে দেয় মাওবাদীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts