National

পাহাড়ে গুলির লড়াই, মৃত ২ প্রথমসারির মাওবাদী নেত্রী

Published by
News Desk

একজনের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। অন্যজনের ৪ লক্ষ টাকা। এ থেকেই অনুমেয় যে কতটা দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী নেত্রী এরা। শনিবার এমন ২ মাও নেত্রীকে গুলি করে হত্যা করল সুরক্ষাবাহিনী। শনিবার বিকেলে মহারাষ্ট্রের ভামরাগড়ের কাছে পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা কোটি গ্রামে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। তারপরই সুরক্ষাবাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

কমান্ডো বাহিনী পাহাড়ের নিচে ছিল। পাহাড়ের ওপরে ছিল মাওবাদীরা। ফলে তারা অনেকটা সুবিধাজনক জায়গা থেকে কমান্ডো বাহিনীর ওপর গুলি বর্ষণ করছিল। কিন্তু পাল্টা গুলিতে দক্ষতার সঙ্গে কমান্ডো বাহিনী সাফল্য পায়। সুরক্ষাবাহিনীর কমান্ডোরা এতটাই দক্ষ ছিলেন যে পাহাড়ের ওপর থেকে গুলি চালিয়েও মাওবাদীরা তাঁদের একজনের গায়েও আঁচড় কাটতে পারেনি।

গুলির লড়াই শেষ হওয়ার পর একটা ঝোপের মধ্যে থেকে ২ মাও নেত্রীর দেহ উদ্ধার হয়। একজন বছর ৪৫-এর কমলা মানকু নোরতে। এই মাওবাদী কমান্ডারের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। অন্য মৃত নেত্রী শীলা। ২৮ বছরের এই তরুণীর মাথার দাম ছিল ৪ লক্ষ টাকা। এদের ২ জনের বিরুদ্ধে অনেকগুলি অপরাধমূলক কাজের অভিযোগ ছিল।

গুলির লড়াই শেষ হলেও তারপর চারধারে তল্লাশি জারি রাখে সুরক্ষাবাহিনী। একে ঘন জঙ্গল। পাহাড়ি এলাকা। লোকানোর জায়গার অভাব নেই। তাই কোথাও কোনও মাওবাদী লুকিয়ে ফের আঘাত হানতে যাতে না পারে সেজন্য পুরো এলাকা চষে ফেলেন সুরক্ষাবাহিনীর জওয়ানরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk