National

পেট্রোল ঢেলে ৫টি গাড়ি জ্বালিয়ে দিল মাওবাদীরা

Published by
News Desk

গত রবিবার ঝাড়খণ্ডের রামগড় জেলায় হামলা চালায় মাওবাদীরা। জ্বালিয়ে দেয় ১০টি গাড়ি। সোমবার ঠিক একই কায়দায় তারা হামলা চালাল গিরিডি জেলায়। গিরিডি-র মানাদোহার গ্রামে একটি খনিতে সোমবার হামলা চালায় একদল মাওবাদী। খনিতে হাজির হয়ে সেখানকার কর্মীদের প্রথমেই ভয় দেখায় তারা।

খনিতে কর্মরত সকলের মোবাইল ফোন মাওবাদীরা প্রথমেই কেড়ে নেয়। যাতে তাঁরা কোথাও খবর না দিতে পারেন। তারপর সেখানে দাঁড়িয়ে থাকা ৫টি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। একইভাবে পরপর ২ দিন এভাবে ২টি ভিন্ন জায়গায় মাও হামলা এবং গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk