National

সংবাদমাধ্যম টার্গেট ছিলনা, মাওবাদীদের তরফে দুঃখ প্রকাশ

Published by
News Desk

গত ৩০ অক্টোবর ছত্তিসগড়ে দান্তেওয়াড়ায় মাওবাদী হানায় ২ পুলিশকর্মীর সঙ্গে মৃত্যু হয় দূরদর্শনের চিত্রগ্রাহক অচ্যুদানন্দ সাহুর। পরে হামলায় আহত আরও এক পুলিশকর্মী মারা যান। ওই ঘটনার দায় স্বীকার করে মাওবাদীরা জানাল, সংবাদমাধ্যম তাদের টার্গেট ছিলনা। দূরদর্শনের চিত্রগ্রাহকের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশও করে তারা।

এদিকে শুক্রবার সুরক্ষাবাহিনীর গুলিতে মৃত্যু হল এক মাওবাদীর। ছত্তিসগড়ের কামকানর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেখানেই মৃত্যু হয় ওই মাওবাদীর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk