Sports

বিশ্বমঞ্চে সেরা কিশোরী মনু, অসামান্য সাফল্যে গর্বিত ভারতবাসী

Published by
News Desk

লক্ষ্য স্থির থাকলে বয়স কোনও বাধাই নয়। আত্মবিশ্বাস যদি তুঙ্গে থাকে, তাহলে অভিজ্ঞদেরও ঘোল খাওয়ানো যেতে পারে। মাত্র ১৬ বছর বয়সেই তা প্রমাণ করে দেখালেন মনু ভাকের। ১০ মিটারের এয়ার পিস্তল অলিম্পিক ইভেন্টে লড়ে দেশের হয়ে সোনা জিতলেন ষোড়শী মনু। মেক্সিকোর গুয়েদালাজারাতে বসেছে ২০১৮-র আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের চলতি বছরের প্রথম বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতার আসর। সেই আসরের ফাইনালে মনু মুখোমুখি হন প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর ঘরের মেয়ে আলেকজান্ডার জাভালার। জাভালার এয়ার পিস্তল শ্যুটিং ওয়ার্ল্ড কাপ ফাইনালের দু’বারের বিজয়িনী। রবিবার ২৪ শটের ফাইনালের শেষ শটে ১০.৮ স্কোর করেন হরিয়ানা গার্ল মনু। একই শটে জাভালার স্কোর দাঁড়ায় ৮.৮। সবমিলিয়ে মনুর স্কোর দাঁড়ায় ২৩৭.৫। আর কড়া প্রতিদ্বন্দ্বিতা দিয়েও জাভালার স্কোর দাঁড়ায় ২৩৭.১।

০.৪-এর ব্যবধানে জয়ের হাসি হাসেন একাদশ শ্রেণীর ছাত্রী মনু ভাকের। জীবনের প্রথম বিশ্বকাপে একেবারে সোনা জিতে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে পড়েন দেশের সোনার মেয়ে। তাঁর সাফল্যে আপ্লুত দেশবাসীও।

Share
Published by
News Desk
Tags: Manu Bhaker

Recent Posts