Health

বিশ্বে হু স্বীকৃত ৮টি টিকার ২টিই ভারতে তৈরি

সাকুল্যে এখনও ৮টি টিকাকেই স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার মধ্যে ২টিই তৈরি হয়েছে ভারতে। যা অবশ্যই ভারতবাসীর জন্য গর্বের।

Published by
News Desk

অ্যাস্ট্রাজেনেকা নামে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করোনা প্রতিষেধক টিকা কোভিশিল্ড ভারতে তৈরি করছে সেরাম ইন্সটিটিউট। ফলে সেটি এখন ভারতের তৈরি বলা যায়। সেইসঙ্গে ভারতের সংস্থা ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাক্সিন।

এই ২টি টিকাই ভারতবাসীকে দেওয়া চলছে শুরু থেকে। এরমধ্যে কোভিশিল্ড আগেই হু-এর স্বীকৃতি পেয়েছিল। কিন্তু কোভ্যাক্সিনকে হু স্বীকৃতি দিচ্ছিল না। সবে কদিন হল সেই বিরল সম্মান পেয়েছে ভারত। কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে হু।

মঙ্গলবার সেকথা তুলে ধরলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি গর্বের সঙ্গেই জানান, বিশ্বে এখনও পর্যন্ত ৮টি টিকাকে স্বীকৃতি দিয়েছে হু। যার মধ্যে রয়েছে ভারতের তৈরি ২টি টিকা, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন।

এই ৮টি টিকাকে জরুরিকালীন প্রয়োগে ছাড় দিয়েছে হু। কোভ্যাক্সিন হু-এর স্বীকৃতি অর্জন করায় এখন ভারত থেকে যাঁরা কোভ্যাক্সিন নিয়ে বিদেশে যাবেন এবং কোভ্যাক্সিনের ২টি ডোজ তাঁদের সম্পূর্ণ করা থাকবে তাঁদের অনেকটা ছাড় দেবে বিশ্বের অন্য দেশগুলি।

গত ৩ নভেম্বর কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেয় হু। তার আগে অবশ্য অনেকবার বিভিন্ন প্রামাণ্য নথি চেয়ে পাঠিয়েছে তারা। বিশ্বজুড়ে অবশ্য অনেকগুলি টিকার ট্রায়াল পর্ব চলছে। এমনকি ভারতেও সেই ট্রায়াল চলছে।

১৮ বছরের কম বয়সীদের জন্য জাইডাস ক্যাডিলার টিকা জরুরিকালীন ব্যবহারে ছাড়ও পেয়েছে। তবে তা এখনও ভারতের মধ্যেই সীমাবদ্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts