সাইকেল চড়ে সংসদে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ছবি - আইএএনএস
কেন্দ্রীয় মন্ত্রী যেখানেই যান না কেন, সে কোনও অনুষ্ঠান হোক বা সংসদ, তাঁর বিশেষ গাড়ি থাকবে। সুরক্ষা বন্দোবস্ত থাকবে। তিনি তো সাধারণের সঙ্গে চলতে পারেননা। এটাই ভারতীয় রাজনীতির চেনা দৃশ্য।
কিন্তু সেসব প্রচলিত ধারনা ভেঙে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বুধবার সংসদে হাজির হলেন সাইকেলে চেপে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তাঁর বক্তব্য রাখার কথা ছিল এদিন।
সঠিক সময়েই মাণ্ডব্য সংসদে হাজির হন। তবে অন্য মন্ত্রীরা যেখানে গাড়িতে সুরক্ষা বলয়ে হাজির হচ্ছিলেন একে একে, সেখানে সকলকে চমকিত করে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী।
একটি সাইকেল চালিয়ে মন্ত্রীর আগমনে সকলের চোখ আটকে যায়। যাঁদেরই চোখে পড়েছে, সে সময় সংবাদমাধ্যমের সেই সব চিত্রগ্রাহকই ছবি তুলে ফেলেন। মনসুখ মাণ্ডব্য এর আগেও এমন কাণ্ড করেছেন। তবে সংসদে আসা এই প্রথম।
গত নভেম্বরে দিল্লিতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের স্বাস্থ্য সংক্রান্ত প্যাভিলিয়নে হাজির হন তিনি। সেদিনও সাইকেলে চেপেই হাজির হয়েছিলেন সেখানে।
সাইকেলে চেপে আসার মধ্যে দিয়ে তিনি স্বাস্থ্য সংক্রান্ত বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। নিজেকে কীভাবে সুস্থ রাখা যায় তারি একটা পাঠ সকলকে দেওয়ার চেষ্টা করেছেন মন্ত্রী।
এদিন কী তাহলে মন্ত্রীদের সুস্থ থাকার পাঠ দিলেন স্বাস্থ্যমন্ত্রী? অনেকেই আড়ালে এমনটাই বলছেন। সংসদে এখন বাজেট অধিবেশন চলছে। গত মঙ্গলবারই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা