National

নতুন বছরে পা দেওয়ার আগেই টিকাকরণে নতুন মাইলস্টোন ছুঁল দেশ

রেকর্ড টিকাকরণে পা রাখল দেশ। এ এক বিশাল সাফল্য বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে এই আনন্দ সংবাদ ভাগ করে নিয়েছেন দেশবাসীর সঙ্গে।

Published by
News Desk

টিকাকরণে রেকর্ড অঙ্কে পা রাখল ভারত। তাও আবার বছর শেষ হওয়ার আগেই। লক্ষ্য ছিল বছর শেষের মধ্যেই দেশের সব টিকা গ্রহণে সক্ষম মানুষকে টিকা প্রদান করা।

সে লক্ষ্য থেকে কিছুটা দূরে থাকলেও এদিন অন্য এক লক্ষ্য পূরণ করে ফেলল দেশ। যা সকলের সঙ্গে বৃহস্পতিবার ভাগ করে নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার ছিল সেই দিন যেদিন ভারত করোনা প্রতিষেধক টিকাকরণে এক উল্লেখযোগ্য মাইলস্টোনে পা রাখল।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন ভারত তার টিকা গ্রহণে সক্ষম মানুষজনের ৬০ শতাংশকে ২টি করে টিকাকরণে সফল হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার হল সেই দিন যেদিন ভারতে তার মোট জনসংখ্যার টিকা গ্রহণে সক্ষম ৬০ শতাংশ মানুষ তাঁদের টিকাকরণ সম্পূর্ণ করলেন। এজন্য দেশবাসীকে অভিনন্দনও জানিয়েছেন মাণ্ডব্য।

এখনও পর্যন্ত ভারতে মোট টিকা প্রদান করা হয়েছে প্রায় ১৪০ কোটি। যা নিজেই একটা রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ৭০ লক্ষের ওপর টিকাকরণ হয়েছে দেশে।

আগে মানুষের মধ্যে সংকোচ থাকলেও এখন টিকা গ্রহণে সংকোচ থাকা মানুষের সংখ্যা কার্যত তলানিতে এসে ঠেকেছে। যাঁদের এখনও সংকোচ রয়েছে তাঁদের বিভিন্ন মহল থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে টিকাকরণ তাঁদের জন্য এবং দেশের জন্য কতটা জরুরি।

টিকাকরণে গতি আনতে প্রধানমন্ত্রীর ঘর ঘর দস্তক প্রকল্প অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যাঁদের টিকা হয়নি তাঁদের টিকাকরণ করার প্রক্রিয়া যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছে বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk