Health

ভারতের টিকা শংসাপত্রকে মান্যতা দিচ্ছে বিশ্বের ৯৬টি দেশ

ভারতে টিকাকরণ চলছে জোরকদমে। এই টিকাকরণ কর্মসূচিতে যাঁদের টিকা হয়ে যাচ্ছে তাঁদের শংসাপত্র দেওয়া হচ্ছে। যা এবার বিশ্বের ৯৬টি দেশে মান্যতা পাচ্ছে।

Published by
News Desk

ভারতে টিকা নেওয়ার পর যদি ২টি ডোজ সম্পূর্ণও হয় তাহলেও তাদের দেশে কোয়ারেন্টিন নিয়ম মেনে ঢুকতে হবে ভারত থেকে যাওয়া মানুষজনকে। এমন ফতোয়া জারি করে রেখেছিল ব্রিটেন। পাল্টা ভারতও ব্রিটেন থেকে ভারতে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি করার পর যাওবা তারা চাপে পড়ে কোভিশিল্ড নেওয়া মানুষজনের ২টি ডোজের সার্টিফিকেট বা শংসাপত্রকে গুরুত্ব দিয়ে নিয়ম শিথিল করে তো কোভ্যাক্সিনের ক্ষেত্রে করেনি।

কিন্তু হু মান্যতা দেওয়ার পর আগামী ২২ নভেম্বর থেকে কোভ্যাক্সিনের ২টি ডোজ নেওয়া মানুষজনের ব্রিটেনে ঢোকার ক্ষেত্রে নিয়ম শিথিল করছে ব্রিটেন।

শুধু ব্রিটেন বলেই নয়, বিশ্বের ৯৬টি দেশ ভারতের সঙ্গে একটি পারস্পরিক সমঝোতায় এসেছে। এবার থেকে এই ৯৬টি দেশে ভারতের টিকার শংসাপত্র মান্যতা পাবে বলে জানিয়ে দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ৯৬টি দেশের পর বিশ্বের অন্য দেশগুলির সঙ্গেও যোগাযোগ করছে ভারত। তারাও যাতে ভারতের টিকা প্রদান করা শংসাপত্রকে মান্যতা দিয়ে ভারত থেকে তাদের দেশে পৌঁছনো মানুষজনকে সরল নিয়মে দেশে ঢোকার অনুমতি দেয় সে চেষ্টা চলছে।

এটা হলে ভারত থেকে ব্যবসা সংক্রান্ত কাজে হোক বা পড়াশোনার জন্য বা নিছক বেড়াতে হাজির হওয়া মানুষজন সে দেশে সহজে প্রবেশ করতে পারবেন।

প্রসঙ্গত এখন বিদেশি মানুষজনকে দেশে ঢোকানোর ক্ষেত্রে বিশ্বের অনেক দেশই কড়া নিয়ম বলবত করেছে। তা মেনে তবেই বিদেশের নাগরিকদের নিজেদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে এইসব দেশগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts