National

মনোহর পারিক্করের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা, সোমবার অর্ধনমিত থাকবে পতাকা

Published by
News Desk

সোমবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুতে জাতীয় ঘোষণা করল কেন্দ্র। সোমবার জাতীয় শোক পালন করা হবে। জাতীয় শোক ঘোষণার ফলে তার নিয়ম মেনে দেশ জুড়ে সোমবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। প্রসঙ্গত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মনোহর পারিক্কর।

দীর্ঘ রোগভোগের পর রবিবার গোয়ার পানাজিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। একজন আইআইটি-র ছাত্র হিসাবে তিনিই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হন। মেধাবী ছাত্র। তুখোড় রাজনীতিবিদ। দক্ষতার সঙ্গে রাজনীতি করেছেন তিনি। চিরকাল বিজেপির একান্ত অনুগত সদস্য ছিলেন। বিজেপির ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে কখনও কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি তিনি করেননি।

মনোহর পারিক্করের মৃত্যুতে তাই শোকাহত রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব দলের রাজনীতিবিদই। তাঁর মৃত্যুর খবর রবিবার বিকেলে ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করে ট্যুইট করা শুরু হয়ে যায়। একের পর এক ট্যুইট আছড়ে পড়তে থাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts