National

মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে আমরণ অনশনের হুমকি সমাজকর্মীর

Published by
News Desk

দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছেন তিনি। রাজ্য চালানোর জন্য যথেষ্ট ফিট নন তিনি। কিন্তু গোয়া চালাতে একজন সম্পূর্ণ সুস্থ মুখ্যমন্ত্রী দরকার। যিনি সময় দিয়ে, ক্ষমতা দিয়ে রাজ্যের সামনে আসা সমস্যার সমাধান করতে পারবেন। সেই কাজের জন্য তাঁদের মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর যথেষ্ট সুস্থ নন। অথচ তিনি ক্ষমতা হস্তান্তরও করছেন না। যদি তিনি আগামী ১৬ নভেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তর না করেন তবে তিনি এবং অন্য কিছু এনজিও সদস্য একসঙ্গে আমরণ অনশন শুরু করবেন। শুক্রবার এভাবেই গোয়ার মুখ্যমন্ত্রীর সামনে নতুন সমস্যা খাড়া করলেন গোয়ার এক সমাজকর্মী রঞ্জন ঘাটে।

রঞ্জন ঘাটে এদিন জানান তিনি গোয়ার বিজেপি সরকারকে নোটিস পাঠাতে চলেছেন। ৭ দিনের সময়সীমা ধার্য করছেন তিনি। তারমধ্যে সমাধানসূত্র বার না হলে অনশন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk