National

ফাঁকা কলসির আওয়াজ বেশি : পারিক্কর

Published by
News Desk

প্রবাদ আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। কুলভূষণ যাদবকে নিয়ে পাকিস্তানকে এভাবেই কটাক্ষ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। পাকিস্তান সবসময়ে কিছু না কিছু করে গুরুত্ব পেতে চায়। তাই ওরা এসব করে। পাকিস্তান বিপজ্জনক খেলা খেলছে বলে সাফ জানিয়ে পারিক্কর বলেন, ভারত জবাব দিতে পারে। আর ভারত আক্রমণে গেলে সেই আক্রমণ ঠেকানোর ক্ষমতা পাকিস্তানের নেই।

কুলভূষণকে ইরান থেকে অপহরণ করে মিথ্যে গল্প ফাঁদা হচ্ছে বলেও এদিন দাবি করেন পারিক্কর। এদিন পারিক্কর আক্রমণাত্মক হলেও আগেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারতীয় গুপ্তচরের মিথ্যে তকমা এঁটে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে দেওয়া ফাঁসি রদ করে তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত যতদূর যেতে হয় যাবে।

Share
Published by
News Desk