National

নোট বাতিলে লক্ষ্য ঠিক, প্রক্রিয়া ভুল, বললেন মনমোহন

Published by
News Desk

নোট বাতিলের সিদ্ধান্তে দেশে শৃঙ্খলাবদ্ধ লুঠ হচ্ছে। সাধারণ মানুষ নিজের টাকাই নিজের ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। তা আটকানো হচ্ছে। বিশ্বে এমন আর একটাও দেশ এমন আছে কী যেখানে মানুষ নিজের টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারেন না। এদিন রাজ্যসভায় এভাবেই মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

তাঁর দাবি, যে উদ্দেশ্যকে সামনে রেখে নোট বাতিল হয়েছে তা ভাল। কিন্তু যে প্রক্রিয়ায় তা করা হয়েছে তা ভুল। কারণ এতে চরম হয়রানির শিকার হচ্ছেন দেশের আমজনতা। কালো টাকা, সন্ত্রাসবাদীদের হাত ধরে দেশে ছড়িয়ে পড়া জাল নোট, এসব নির্মূল করার চেষ্টা ভাল সিদ্ধান্ত। কিন্তু যেভাবে সেই লক্ষ্যপূরণে আচমকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে তাতে ভুল রয়েছে। সাধারণ মানুষের কষ্ট কমাতে প্রধানমন্ত্রীকে একটি সুস্থ রাস্তা বার করার অনুরোধ জানান প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share
Published by
News Desk