Categories: World

ব্রিসবেনে ভারতীয় বাসচালককে জীবন্ত পুড়িয়ে মারল যাত্রী

Published by
News Desk

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাসটা দাঁড়াতেই আচমকা বাস চালককে টেনে বাস থেকে নামায় এক যাত্রী। তাঁর গায়ে দাহ্য তরল ঢেলে দেয়। তারপর ছুঁড়ে দেয় আগুন। রাস্তার ওপরই দাউদাউ করে জ্বলে ওঠে চালকের দেহ। আগুনের তেজ এতটাই বেশি ছিল যে দ্রুত জ্যান্ত ঝলসে যান ওই চালক। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর।

পঞ্জাবের যুবক মনমীত আলিশার ব্রিসবেনে সরকারি বাসের চালক হিসাবে বেশ কিছুদিন ধরেই কর্মরত। পঞ্জাবের টিভি চ্যানেলের পরিচিত মুখ মনমীত ভাল গায়ক। কিন্তু সংসার চালানোর জন্য বছর ২৯-এর এই যুবক পাড়ি দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। আচমকা বিনা প্ররোচনায় তাঁকে এভাবে পুড়িয়ে মারার কারণ এখনও বুঝতে পারছে না ব্রিসবেন পুলিশ। বাসের অন্য যাত্রীরাও এই ঘটনায় হতবাক, আতঙ্কিত। মনমীতকে খুন করার অভিযোগে ৪৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk