Entertainment

কোনও তন্বী নন, জীবন যুদ্ধে জয়ী মনীষাই হেলথ-এর কভার গার্ল

Published by
News Desk

ক্যানসারের সাথে লড়াইয়ে জয়ী মনীষা কৈরালাকে কুর্নিশ জানাল হেলথ এন্ড নিউট্রিশন ম্যাগাজিন। বলিউডের উদীয়মান তারকাদের ফিটনেস ফান্ডাকে পিছনে ফেলে এবার তাই এই ম্যাগাজিনের কভার পেজে ৪৮ বছরের এই অভিনেত্রী।

সারা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রের উদ্ভাবনী ক্ষেত্রগুলি তুলে ধরা হয় এই ম্যাগাজিনে। চিকিৎসা ক্ষেত্রের নতুন নতুন কাজের বিষয়ে সন্ধান দেওয়ার জন্য যথেষ্ট সুনাম আছে এই ম্যাগাজিনের। পত্রিকার অগাস্ট সংস্করণে ক্যানসার নিয়ে যেভাবে লড়াই করে জিতে এসেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা, সেই সত্যই তুলে ধরা হয়েছে।

২০১২ সালে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন ৯০-এর দশকের সফলতম নায়িকাদের অন্যতম মনীষা। প্রথমে মুম্বই ও পরে আমেরিকায় তিনি চিকিৎসা করান। ২০১৭ সালে চিকিৎসকেরা জানান যে তিনি ক্যানসারের কোপ থেকে মুক্ত। মারণ রোগকে হারিয়ে মনীষা কিভাবে আবার নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করলেন, এবারের হেলথ এন্ড নিউট্রিশন ম্যাগাজিনে সেই কাহিনি বর্ণনা করা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts