Entertainment

প্রতি শুক্রবার বাড়িতে কেন মিথ্যে কথা বলতেন এই বিখ্যাত মানুষটি

যখন তিনি স্কুলে পড়েন তখন প্রতি শুক্রবার বাড়িতে মিথ্যে কথা বলতেন তিনি। কেন বলতেন, আর কি বলতেন তা এতদিন পর ফাঁস করলেন বিখ্যাত এই মানুষটি।

Published by
News Desk

তিনি তখন বয়সে ছোট। স্কুলে পড়েন। সে সময় তিনি প্রতি শুক্রবার বাড়িতে মিথ্যা কথা বলতেন। মুম্বই ফিল্ম ফেস্টিভালে বিখ্যাত চিত্রপরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে কথা বলার সময় সেকথা নিজেই স্বীকার করলেন ভারতীয় সিনেমায় একটা যুগ তৈরি করা পরিচালক মণিরত্নম।

সিনেমা জগতে রত্নের মতই তাঁর সম্মান। কারণ একাধারে হিন্দি ও দক্ষিণী সিনেমায় তাঁর অবদান ভারতীয় সিনেমাকে গর্বিত করেছে।

সেই মণিরত্নম ইমতিয়াজ আলিকে জানান, তিনি প্রতি শুক্রবার বাড়িতে বলতেন যে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে যাচ্ছেন। মানে বন্ধুরা মিলে একসঙ্গে পড়াশোনা করবেন। পড়া নিয়ে আলোচনা হবে।

তাই বাড়িতে কেউ কিছু বলত না। আর তিনি বাড়িতে এই মিথ্যেটা বলে চলে যেতেন লুকিয়ে সিনেমা দেখতে। বাড়িতে কাউকে কিছু না জানতে দিয়ে। প্রসঙ্গত প্রতি শুক্রবার নতুন সিনেমা রিলিজ হওয়ার প্রথা বহুদিনের।

মণিরত্নম এটাও বলেন যে তাঁর সিনেমা দেখতে ভাল লাগত। তাই তিনি সিনেমা দেখতে যেতেন। আর পাঁচজন সিনেমা দেখতে যাওয়া মানুষেরই একজন ছিলেন তিনি।

মণিরত্নম এটা ভাবেননি যে তিনি সিনেমাকেই জীবনে পেশা হিসাবে বেছে নেবেন। কিন্তু একটি সিনেমা তাঁর জীবন বদলে দেয়।

মণিরত্নম জানান, জাপানের পৃথিবী বিখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়া-র ‘রাসোমোন’ সিনেমাটি দেখার পর তাঁর মনে হয় সিনেমাই তাঁর জগত। তিনি সিনেমার জগতে প্রবেশ করেন।

প্রসঙ্গত মণিরত্নমের অনেক সুপারহিট সিনেমার মধ্যে রয়েছে রোজা, বম্বে, যুবা, গুরু, থিরুদা থিরুদা সহ আরও অনেক নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk