Categories: Kolkata

তৃণমূলে যোগদানের সম্ভাবনা উস্কে দিলেন মানস

Published by
News Desk

জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। পিএসি চেয়ারম্যান ইস্যু সামনে আসার পর সেই সম্ভাবনা জোড়ালও হয়েছিল। কিন্তু এবার জল্পনাকে বাস্তবের চেহারা দেওয়ার সম্ভাবনা উস্কে দিলেন স্বয়ং মানস ভুঁইয়া। তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত এদিন কার্যত স্পষ্টই করে দেন তিনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে বেশ কয়েকবার নালিশ জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা আবদুল মান্নান। পাল্টা মানসবাবুও এঁদের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের কাছে দরবার করেছেন। এমাসের শেষে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বার্তা নিয়ে রাজ্যে আসছেন সিপি ‌যোশী। কিন্তু মানসবাবু যে আর তাঁর সঙ্গে বসতেও তেমন রাজি নন তা এদিন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। মানসবাবু এদিন সাফ জানিয়েছেন, রাজ্য কংগ্রেসকে বাঁচাতে সিপি ‌যোশীর অনেক আগেই এখানে আসা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। এই দলে থেকে আর দলের কাজ করা যায়না বলেও কংগ্রেসের খোলাখুলি সমালোচনা করেছেন সবংয়ের কংগ্রেস বিধায়ক।

Share
Published by
News Desk

Recent Posts