Categories: Kolkata

পিএসির বৈঠক ডাকলেন মানস ভুঁইয়া

Published by
News Desk

দল তাঁর পিএসি চেয়ারম্যানের পদগ্রহণ নিয়ে কি ভাবল, না ভাবল, তাতে যে তাঁর কিছু যায় আসেনা তা ফের একবার পরিস্কার করে দিলেন মানস ভুঁইয়া। এদিন বিধানসভায় মানসবাবু পিএসির প্রথম বৈঠক ডাকার প্রক্রিয়া শেষ করে জানান, আগামী মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১টার সময় বিধানসভার ৪৬ নম্বর ঘরে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকার জন্য পিএসির সব সদস্যকে সচিবালয়ের তরফে জানান হবে। পাশাপাশি মানসবাবু জানান, এটি প্রথম দিনের বৈঠক, ফলে তা সৌজন্য বৈঠকই হতে চলেছে। তবে কংগ্রেস তাঁকে নিয়ে কি ভাবছে বা পিএসির চেয়ারম্যান পদ ছাড়া নিয়ে তিনি কি স্থির করলেন তা এদিন এড়িয়ে গেছেন মানস ভুঁইয়া। এদিন বিধানসভার লবিতে মানসবাবুর সঙ্গে দেখা হয় সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর। তাঁদের মধ্যে ওখানে দাঁড়িয়েই কিছুক্ষণ কথাও হয়।

Share
Published by
News Desk

Recent Posts